ঘুর্ণিঝড় মোরায় নিহত ৮, উদ্ধার ২০
প্রকাশিত : ১৪:০৮, ৩১ মে ২০১৭ | আপডেট: ১৮:১৯, ৩১ মে ২০১৭

ঘুর্ণিঝড় মোরায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮ জনে। বঙ্গোপসাগরে ২০ জেলেকে উদ্ধার করা গেলেও অর্ধশত জেলে এখনো নিখোঁজ রয়েছে। এদিকে ভারতীয় জলসীমায় ভেসে যাওয়া ট্রলার উদ্ধার কাজে সহযোগিতা করছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ। ঘরবাড়ি ভেঙ্গে অনেকেই এখন অসহায়। ঝড়ের তান্ডবে সবচে ক্ষতির মুখে পড়েছে কক্সবাজার জেলা। স্থানীয় প্রশাসনের হিসেব অনুযায়ী কক্সবাজারের বিভিন্ন উপজেলায় প্রায় ২০ হাজারের বেশি কাঁচা ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। এছাড়া চট্টগ্রামের কয়েকটি উপজেলায়ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মহাবিদপের সংকেত দিলেও শেষ পর্যন্ত স্থলভাগে এসে কমতে শুরু করে প্রবল ঘূর্ণিঝড় মোরার শক্তি। শক্তি কমলেও তান্ডবের কমতি ছিলোনা মোরার। তান্ডব শেষে উপকূলের এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হতে শুরু করে।
মোরায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। চকরিয়ায় ও কক্সবাজারে গাছচাপা পড়ে নিহত হয়েছে চারজন। এছাড়া উপকূলীয় এলাকায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে ও কেন্দ্রে অসুস্থ হয়ে তিনজন এবং সাগরে ডুবে একজনের মৃত্যু হয়েছে।
ছয়টি মাছ ধরার ট্রলারসহ বঙ্গোপসাগরে নিখোঁজ রয়েছে অর্ধশত জেলে। নিখোঁজদের উদ্ধারে অংশ নিয়েছে নৌবাহিনীর ১২টি জাহাজ ও ২টি টহল বিমান। কুতবদিয়ার অদূরে গভীর সমুদ্র থেকে ২০ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ।
স্থানীয় প্রশাসনের হিসেবে শুধু কক্সবাজারেই মোরার আঘাতে বিধ্বস্ত হয়েছে ২০ হাজারেরও বেশি কাঁচা বাড়িঘর। ভেঙ্গে পড়েছে অসংখ্য গাছপালা।
মোরার প্রভাবে সেন্টমার্টিন, মহেশখালী, মাতারবাড়ি ও কুতুবদিয়ায় গাছপালা উপরে যাওয়ায় বহুস্থানে এখনো বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। বান্দরবানে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ লাইনে গাছ ভেঙ্গে পড়ায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ।
ঘূর্ণিঝড় মোরা উপকূল অতিক্রম করার পর আবার শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। শুরু হয়ে গেছে বন্দরের জেটিতে আগে থেকে নামানো পণ্যের ডেলিভারি। তবে বহির্নোঙরে থাকা জাহাজগুলো জেটিতে না ভেরায় পণ্য ওঠানামা এখনো শুরু হয়নি।
প্রায় ৩৬ ঘন্টা পর, মঙ্গলবার বিকাল ৫টার দিকে মংলা বন্দর থেকে আন্তর্জাতিক নৌরুটসহ আভ্যন্তরীন রুটে নৌযান চলাচল আবার শুরু হয়েছে।
এদিকে দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় এরইমধ্যে সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা ১ কোটি ৮৭ লাখ টাকা উপকূলের ১৫টি জেলায় পৌঁছে দেয়া হয়েছে। সেন্টমার্টিনস ও কুতুবদিয়ায় জরুরী ত্রাণ বিতরণ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়া, দুর্গত এলাকায় জরুরী চিকিৎসা সহায়তার জন্য ২৩ সদস্যের দুটি মেডিকেল টিম কাজ করছে।
ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে সাগরে ডুবে যাওয়া ট্রলারের লোকজনকে ভারতীয় জলসীমায় ভেসে যাওয়া উদ্ধার কাজে সহযোগিতা করছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ।
আরও পড়ুন