ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন সিভিল এভিয়েশন কর্মকর্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ৬ ডিসেম্বর ২০১৯

ঘুষের এক লাখ টাকাসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) কর্মকর্তা এইচ এম রাশেদ সরকারকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য নিশ্চিত করেন। 

বাণিজ্যিক পাইলট পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য একজনের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের এ জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর অ্যান্ড কনসালটেন্টকে গ্রেফতার করা হয়। 

দুদকের প্রধান কার্যালয় উপ-পরিচালক এনফোর্সমেন্ট মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল এই ফাঁদ-মামলা পরিচালনা করেন।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি