ঘুষ নেয়ার মামলায় শিক্ষক শ্যামলর জামিন আবেদন না-মঞ্জুর
প্রকাশিত : ১৯:৪১, ২৪ মে ২০১৭

শিক্ষকের কাছ থেকে ঘুষ নেয়ার মামলায় নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে এই আদেশ দেয়া হয়। শ্যামল কান্তি ভক্তের স্ত্রী জানান, একটি মিথ্যা মামলা দিয়ে তার অসুস্থ স্বামীকে গ্রেফতার করানো হয়েছে। এদিকে, বাদীপক্ষের আইনজীবী শ্যামল কান্তির বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করলেও আসামীপক্ষের আইনজীবী একে মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।
আরও পড়ুন