ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

‘ঘুষের টাকা’সহ আটক প্রধান নৌ প্রকৌশলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ১৮ জুলাই ২০১৭ | আপডেট: ২০:১৯, ১৮ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার এ কে এম ফখরুল ইসলামকে নিজ কার্যালয়ে বসে ‘ঘুষ নেওয়ার সময়’ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুরে মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে অধিদপ্তরের কার্যালয় থেকে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি দল তাকে আটক করে।

জাহাজের নকশা অনুমোদনের জন্য এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা নিচ্ছিলেন এ কে এম ফখরুল ইসলাম। তার বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুদক পরিচালক নাসিম।

দুদক সূত্র জানায়, নকশা অনুমোদনের জন্য ফখরুল ইসলাম পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন বলে এক ব্যক্তি দুদকে অভিযোগ করেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ ফখরুল ইসলামের কার্যালয়ে দুদকের লোকজন ফাঁদ পেতে ছিল। দুপুরে নিজ কক্ষে বসে ফখরুল ঘুষের পাঁচ লাখ টাকা নেন। ভেতর থেকে সংকেত পেয়ে দুদক সদস্যরা ফখরুল ইসলামের কাছ থেকে ওই টাকা উদ্ধার করেন।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি