ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ঘূর্ণিঝড় নিভারের প্রভাব পড়বে না বাংলাদেশে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ২৫ নভেম্বর ২০২০

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিভারের কোনো প্রভাব পড়বে না বাংলাদেশে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশের উপকূলের প্রায় দুই হাজার কিলোমিটার দূর দিয়ে এই ঘূর্ণিঝড় অতিক্রম করে চলে যাবে। এ জন্য কোন সতর্কতা জারি করা হয়নি।

মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করা হয় আবহাওয়া অফিস থেকে। 

জানা যায়, সৃষ্ট ঘূর্ণিঝড়টি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আঘাত হানতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে। তখন বোঝা যাবে এর প্রভাব আমাদের দেশে পড়বে কিনা। এর আগে ঘূর্ণিঝড় নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি বর্তমানে গভীর নিম্নচাপ আকারে ভারতের চেন্নাই থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি