ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ঘূর্ণিঝড় ম্যাথিউর আঘাতে হাইতিতে মৃতের সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে

প্রকাশিত : ১০:১৫, ৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:৩০, ৯ অক্টোবর ২০১৬

ঘূর্ণিঝড় ম্যাথিউর আঘাতে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র হাইতিতে মৃতের সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে। ঘূর্ণিঝড়ের পর কলেরার প্রকোপ দেখা দিয়েছে দেশটিতে। পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছে রেড ক্রস। এদিকে ম্যাথিউর প্রভাবে সৃষ্ট ঝড় এবং বন্যায় যুক্তরাষ্ট্রে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। তবে তীব্রতা কিছুটা কমে ঘূর্ণিঝড়টি ফ্লোরিডা উপকূল থেকে জার্জিয়া ও ক্যারোলাইনার দিকে এগিয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড় মাথিউয়ের তান্ডবে লন্ডভন্ড হাইতি। বিধ্বস্ত হয়েছে কয়েকটি শহরের প্রায় ৯০ শতাংশ স্থাপনা। জাতিসংঘ জানিয়েছে প্রায় সাড়ে তিন লাখ মানুষের জরুরী সহায়তা প্রয়োজন। ম্যাথিউর আঘাতে রাস্তা ভেঙ্গে যাওয়ায় দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাজধানী পোর্ট-ও-প্রিন্সের। দুর্গত এলাকায় পৌঁছাতে না পারায় মৃতের সংখ্যা বাড়ার আশংকা করছে কর্তৃপক্ষ। নতুন করে দেখা দিয়েছে কলেরা আতংক। এরইমধ্যে আক্রান্ত কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খাদ্য সহায়তাসহ উদ্ধারকাজে সাহায্যের জন্য সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ম্যাথিউর প্রভাবে ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্ব উপকূলে ব্যপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিদ্যুহীন অন্তত ২০ লাখ মানুষ। বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট। তবে উত্তরে আঘাত হানার আগে অনেকটাই ক্রমশ দূর্বল হয়ে গেছে ম্যাথিউ।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি