ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

চকরিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ তিন ইয়াবা কারবারি নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৩, ৩১ জুলাই ২০২০ | আপডেট: ১০:৫৬, ৩১ জুলাই ২০২০

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ইয়াবা কারবারি নিহত হয়েছে। আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া আমতলী গর্জন বাগান পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশের দাবি, এ ঘটনায় ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ‘বৃহস্পতিবার রাত ১টার দিকে চকরিয়ার বরইতলী নতুন রাস্তার মাথা এলাকা থেকে ছয় হাজার ইয়াবাসহ জাহেদা বেগম ও মোজাফফর আহমদ নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। তারা পুলিশকে জানায়, শুক্রবার ভোররাতে বানিয়ারছড়া আমতলি পাহাড়ি এলাকায় একটি ইয়াবার চালান হাত বদল হতে পারে। এ খবরে পুলিশ সেখানে গেলে পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে মাদক কারবারিরা। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে পাচারকারিরা পালিয়ে যায়।’

তিনি জানান, ‘এ সময় ঘটনাস্থল তল্লাশি করে ৪৪ হাজার ইয়াবা, দেশিয় তৈরি দুটি আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড গুলি ও ১৫টি খালি খোসাসহ তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।’ 

এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই পুলিশ অফিসার। 

এআই//এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি