চট্টগ্রাম মহানগরীর মহেশখাল ভরাট হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ
প্রকাশিত : ১৭:৫৫, ৬ জুন ২০১৭ | আপডেট: ১৮:১৩, ৬ জুন ২০১৭

চট্টগ্রাম মহানগরীর পানি নিষ্কাষণের অন্যতম প্রধান খাল মহেশখাল ভরাট হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ -সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।
দুপুরে আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকাসহ ভরাট হয়ে যাওয়া মহেশখালের বিভিন্ন অংশ পরিদর্শন শেষে অনুষ্ঠিত এক সভায় তিনি বলেন, ময়লা আবর্জনায় খালটি ভরাট হয়ে যাওয়ায় জনগণের কষ্ট বেড়েছে। খালটি খনন করে পানি নিষ্কাষনের পথ সুগম করতে সিডিএ’র পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন