ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

চট্টগ্রামে কাগজ কারখানার আগুন, নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

একুশে টেলিভিশন ডেস্ক

প্রকাশিত : ১০:৫২, ১৬ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চট্টগ্রাম নগরীতে কাগজ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, ভোর ৫টা ১০ মিনিটে তারা আগুন লাগার খবর পান।

এর পরপরই ঘটনাস্থলে এসে আগুন নেভাতে শুরু করেছেন। ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। তিনি জানান, কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পর জানানো হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি