চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ৫ জন নিহত
প্রকাশিত : ১৭:৫৯, ২৯ মে ২০১৭ | আপডেট: ১৮:২৭, ২৯ মে ২০১৭

চট্টগ্রামে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের নয়াটিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছে।
আহত হয়েছে ১৫ জন। দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাসটি ফেনী থেকে বারইয়ারহাট হয়ে খাগড়াছড়ি যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে বাসটি প্রায় ১০০ ফুট নিচে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী এবং স্থানীয় লোকজন উদ্ধার কাজে অংশ নেয়। পরে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় ১৫ জনকে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন