চট্টগ্রামে পাহাড় ও এর আসপাশে বসকারীদের উচ্ছেদে অভিযান শুরু
প্রকাশিত : ১৮:০৭, ৩১ মে ২০১৭ | আপডেট: ১৮:৩৩, ৩১ মে ২০১৭

চট্টগ্রামে পাহাড় ও এর আসপাশে ঝুঁকি নিয়ে বসকারীদের উচ্ছেদে আবারো অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। দুপুরে নগরীর লালখান বাজার ও বায়েজিদ এলাকার অভিযান চালায় জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমান আদালত। এসময় গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নগরীর মতিঝর্ণা পাাহাড়ে বাড়ি তৈরি করে গত ২৬ বছর ধরে বসবাস করছেন মমতাজ বেগম। বুধবার ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বসবাসকারী হিসেবে বিচ্ছিন্ন করা হয় বাড়ির গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ। কিন্তু বিক্ষুব্ধ এই নারীর দাবি ১৯৯১ সাল থেকে সিটি করপোরেশনকে হোল্ডিং ট্যাক্স দিচ্ছেন তিনি।
একইভাবে চট্টগ্রামের ৩০টি পাহাড়ে ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বসবাস করছে হাজারো পরিবার। বর্ষা মৌসুসে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে এসব বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন ও শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে পৃথকভাবে দুটি অভিযান পরিচালনা করা হয়। এসময় অর্ধশতাধিক পরিবারের গ্যাস, বিদ্যুতসহ বিভিন্ন সংযোগ লাইন বিচ্ছিন্ন করা হয়।
দুর্ঘটনার ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাসের কথা স্বীকারও করছেন বাসিন্দারা।
পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
বসবাসকারীরা যাতে পুরনো আবাসস্থলে ফিরতে না পারে এজন্য নিয়মিত মনিটরিং ও তাদের কাউন্সিলিং করা হবেও বলে জানান কর্মকর্তারা।
আরও পড়ুন