ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

চট্টগ্রামে পুলিশ-শ্রমিক সংঘর্ষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ২৯ আগস্ট ২০১৭ | আপডেট: ১৯:৫১, ২৯ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত চট্টগ্রামের আমিন জুট মিলের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটান ঘটেছে। সংঘর্ষের পর মিলের সামনের সড়ক শ্রমিকরা অবরোধ করে রাখেন। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

মঙ্গলবার সকাল ১০টা থেকে শ্রমিকরা নগরীর বায়েজিদ এলাকায় আমিন জুট মিলের সামনের সড়কে বকেয়া বেতনের দাবিতে অবস্থান নেয়।

এর কিছুক্ষণ পর শ্রমিকদের কারাখানার ভেতরে যেতে বাধ্য করে পুলিশ। এরপর আবারও শ্রমিকরা এক হয়ে কারখানা থেকে রাস্তায় বেরিয়ে আসে। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন শ্রমিকরা।

অবরোধের কারণে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের আতুরার ডিপো থেকে রৌফাবাদ অংশে যান চলাচল বন্ধ রয়েছে। বকেয়া পরিশোধের বিষয়ে শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে মিল কর্তৃপক্ষ এবং পুলিশের আলোচনা চলছে।

আমিন জুট মিলের এক শ্রমিক বলেন, ‘আমাদের সাত সপ্তাহের বেতন বাকি রয়েছে। ঈদের মাত্র কয়েকদিন বাকি থাকলেও কোনো বেতন-বোনাস দেওয়া হয়নি। পুরো বেতন আজ (মঙ্গলবার) পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ দুই সপ্তাহের বেতন দিতে চায়।

আমিন জুট মিলের ১৫টি বিভাগে স্থায়ী-অস্থায়ী প্রায় সাত হাজার শ্রমিক কাজ করেন।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি