ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

চট্টগ্রামে প্রথমবারের মতো বিমূর্ত আলোকচিত্রের প্রদর্শনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ১৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বিমূর্ত আলোকচিত্রের প্রদর্শনী। নগরীর খুলশিতে চিত্রভাষা গ্যালারির উদ্যোগে চলছে তিন দিনের এ আয়োজন। দেশের আলোকচিত্র শিল্পের ইতিহাসে ব্যতিক্রমধর্মী এসব ছবি নতুন মাত্রা সংযোজন করবে বলে মনে করছেন বরেণ্য শিল্পী ও শিল্পসমালোচকরা।

তরুণ আলোকচিত্রী রাসেল চৌধুরী। গত এক দশক ধরে ক্যামেরার পেছনে বহু নিরীক্ষাধর্মী কাজ করলেও প্রথমবারের মতো তার সৃষ্টিকর্ম নিয়ে এলেন দর্শকদের সামনে।

প্রদর্শনী দেখতে ভীড় করেন বরেণ্য চিত্রশিল্পী, আলোকচিত্রী, কবি, লেখকসহ শিল্পবোদ্ধারা। তাদের দাবি, দেশের আলোকচিত্র অঙ্গনে এ ধরণের বিমূর্ত কাজ নতুন এবং হাতেগোণা।

বরেণ্য শিল্পী ঢালী আল মামুন বলছেন, রাসেলের আলোকচিত্রে, রঙ ও ইমেজে ফুটে উঠেছে ‘ভারাক্রান্ত পৃথিবী’র রূপ।

চট্টগ্রামের শিল্প-সাহিত্যের সমৃদ্ধ ঐহিত্য ফেরানো এবং সৃজনশীল মানুষদের একত্রিত করার  স্বপ্ন নিয়ে চিত্রভাষা কাজ করছে বলে জানালেন এই গুণী আলোকচিত্রী।

‘অ্যাবেস্ট্রাকশন বাই ন্যাচার’ শিরোনামের এই প্রদর্শনী চলবে রোববার পর্যন্ত।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি