ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ২৩ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:৩৩, ২৩ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ডে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় শ্রমিকরা এ দুর্ঘটনার শিকার হন।
নিহতরা হলেন,  নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জের চর পার্বতী এলাকার মো. দুলালের ছেলে মোহাম্মদ শিমুল (১৮) ও সুনামগঞ্জের মঙ্গল আলীর পুত্র মোহাম্মদ শহীদ।
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, বড় কুমরিায় একটি নির্মাণাধীন ভবনের ওপরে লোহা তোলার সময় তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিন শ্রমিক।

সকাল ১০টার দিকে দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হলে শিমুল ও শহীদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি