ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে শুরু ফুড ফিয়েস্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামে ভোজন রসিকদের নানা খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ‘প্রাণ ম্যাংগো ফ্রট ড্রিংকস প্রেজেন্ট ফুড ফিয়েস্তা’। বৃহস্পতিবার সকালে নগরীর লাভ লেইনের স্মরণিকা কমিউনিটি সেন্টারে দুদিন ব্যাপী এ খাবারের উৎসব শুরু হয়। এটি চলবে আগামী ১০ অক্টোবর রাত সাড়ে ১০টা পর্যন্ত।

দু’দিনব্যাপী আয়োজিত এ উৎসবে নানা ধরনের খাবারের স্বাদ নিতে ভোজন রসিকদের জন্য রয়েছে ৫০টি খাবারের স্টল। এগুলোর মধ্যে রয়েছে নগরীর সেরা রেস্টুরেন্ট, ক্যাফে ও জুসবার। এছাড়াও প্রাণ-আরএফএল গ্রুপের বিভিন্ন পণ্যের সঙ্গে ক্রেতাদের পরিচয় করিয়ে দিতে রয়েছে প্রাণ ম্যাংগো ফ্রুট ড্রিংকস, অলটাইম কেক, ঝটপট ম্যাজিক্যাল টেস্টের স্টল।

ফুড ফিয়েস্তার দ্বিতীয় এ সংস্করণে ভোজন প্রিয়দের জন্য খাবারের পাশাপাশি থাকছে বিনোদনের ব্যবস্থাও। ৫০ টাকা মূল্যের প্রবেশ টিকেট কিনেই খাবার ও বিনোদনের এ পুরো উৎসবের স্বাদ নিতে পারবে যে কেউ। আর প্রবেশ টিকেটের সঙ্গে থাকছে প্রাণ ম্যাংগো ফ্রুট ড্রিংকস ও অলটাইম বান একদম ফ্রি।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি