ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ‘ঈদ বস্ত্র ও ক্ষুদ্রশিল্প মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ১ জুন ২০১৭ | আপডেট: ১৮:২১, ১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ‘ঈদ বস্ত্র ও ক্ষুদ্রশিল্প মেলা’।
সকালে নগরীর জিইসি কনভেনশন হলে দ্বিতীয় বারের মতো আয়োজিত এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস সালাম। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা তাদের পশরা নিয়ে এসেছেন। বাহারি রঙ ও ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, শার্ট -প্যান্ট, শিশুদের বর্ণিল পোশাক স্থান পেয়েছে মেলার বিভিন্ন স্টলে। এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুর রহমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য কে বি এম শাহজাহান, মেলার উদ্যোক্তা জয়নাল আবেদীনসহ অন্যান্যরা। পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি