ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

চট্টগ্রামে সেরা সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ২১ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:১০, ২১ আগস্ট ২০১৭

উপজেলার পর এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করলো সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ উপলক্ষে গঠিত  চট্টগ্রাম জেলা নির্বাচন কমিটি  রবিবার শ্রেষ্ঠত্বের ফল ঘোষণা করার পর সীতাকুণ্ড উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুচ্ছোফা বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন।

গত এক দশক থেকে এ শিক্ষা প্রতিষ্ঠানটি  সমাপনী পরীক্ষায় দেড়শতাধিক ছাত্রছাত্রী নিয়ে শতভাগ পাশ,  উপজেলা পর্যায়ে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থীর বৃত্তি লাভ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন , দেয়ালিকা প্রকাশ, ফুলের বাগান করা, বিতর্ক ও দাবা প্রতিযোগিতাসহ বিভিন্ন  সহপাঠক্রমিক কার্যক্রমের  মাধ্যমে বেশ সুনাম অর্জন করে আসছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা ইয়াসমিন বলেন, বিদ্যালয়টির  কৃতিত্বের জন্যে সকল শিক্ষক ও বেশিরভাগ অভিভাবক, উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাদের  কমবেশি অবদান রয়েছে। আগামীতেও এ সাফল্য ধরে রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

১৯৪৫  খ্রিস্টাব্দে সীতাকুণ্ডের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ছাত্রছাত্রী  প্রায় সাড়ে আটশ’। আর শিক্ষক আছেন ১০ জন।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি