ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

চট্টগ্রামে হারলেন বিএনপির যে সব হেভিওয়েট প্রার্থী [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ৩১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৩৫, ৩১ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগের ৫৭টি আসনের একটি ছাড়া সবগুলো আসনেই জিতেছে মহাজোট প্রার্থী।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে হেরেছেন এলডিপির অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমেদ, বিএনপির আবদুল্লাহ আল নোমান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান, আমির খসরু মাহমুদ, ব্যারিস্টার মওদুদ আহমদ ও আ স ম আব্দুর রব।

চট্টগ্রাম ১ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বন ও পরিবেশমন্ত্রী জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ হারিয়েছেন ঐক্যফ্রন্টের সৈয়দ মোহাম্মদ ইবরাহিমকে। জয় পেয়েছেন সাবেক মন্ত্রী আফসারুল আমিন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান নওফেল ও জাসদের মঈনুদ্দিন খান বাদল।

নিজের আসনে হেরে গেছেন এলডিপির অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমেদ, আবদুল্লাহ আল নোমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

কুমিল্লার সবগুলো আসনই পেয়েছে আওয়ামী লীগ। জয় পেয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হম মুস্তাফা কামাল ও রেলমন্ত্রী মজিবুল হক।

এদিকে চাঁদপুরের ৫টি  আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। জিতেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি, মহিউদ্দিন খান আলমগীর ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান।

ফেনী থেকে জিতেছেন নৌকা প্রতীকে জাসদের শীরীন আখতার, আওয়ামী লীগের নিজাম উদ্দিন হাজারী ও জাতীয় পাটির্র মাসুদ উদ্দিন চৌধূরী।

লক্ষ্মীপুরে মহাজোট শরীক বিকল্পধারার অবসরপ্রাপ্ত মেজর মান্নানের কাছে হেরে গেছেন আ স ম আব্দুর রব।

ব্রাহ্মনবাড়িয়ার একটি ছাড়া সবকটি আসনই গেছে মহাজোটের দখলে।

এছাড়া নোয়াখালী ৫ আসনে আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের হারিয়েছেন বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমদকে।

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানেও আওয়ামী লীগের প্রার্থীরা বড় ব্যাবধানে জয় পেয়েছেন।

কক্সবাজারের ৪ টি আসনের সবকটিতেই জিতেছেন আওয়ামী লীগের প্রার্থীরা।

ভিডিও:


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি