ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের ত্রাণ বিতরন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ২ জুন ২০১৭ | আপডেট: ১৮:০৩, ২ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্থ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরন করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।
বিকেলে উপজেলা সদরে আয়োজিত আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর, স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম-সহ স্থানীয় নেতারা। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের জন্য ২শ’ মেট্রিকটন চাল এবং নগদ ১৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। ঘুর্ণিঝড় মোরার আঘাতে বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নে প্রায় ২ হাজার ৫শ’ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়। ভেঙ্গে যায় অসংখ্য গাছপালা ও বিদুতের খুঁটি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি