ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের ৩ বাজারে ভেজাল বিরোধী অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ৩ জুন ২০১৭ | আপডেট: ১৮:৪২, ৩ জুন ২০১৭

Ekushey Television Ltd.

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রামের তিনটি বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের মনিটরিং টিম।
শনিবার দুপুরে নগরীর চাক্তাই, কর্ণেল হাট বাজার ও বহদ্দার হাট বাজারে পৃথকভাবে ছয়টি টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব অভিযান চালানো হয়। এসময় ভেজাল খাবার বিক্রি, বেশি মূল্য রাখা, মূল্য তালিকা না রাখা, উৎপাদন তারিখ না থাকাসহ বিভিন্ন অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি