ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

চট্টগ্রামের ছিনতাইয়ের অভিযোগে একজনকে আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ২৩ জুন ২০১৭ | আপডেট: ১৮:১৩, ২৩ জুন ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামের খুলশী এলাকায় মার্কিন নাগরিক, এশিয়ান উইমেন ইউনিভার্সিটির এক শিক্ষিকার কাছ থেকে ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের অভিযোগে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে ওই ছিনতাইকারীকে হাজির করা হয়। পুলিশ জানায়, বুধবার রাতে খুলশী এলাকায় একটি সিএনজি অটোরিক্সা নিয়ে দুই ছিনতাইকারী এক বিদেশী নাগরিকের কাছ থেকে ল্যাপটপ, আইপ্যাড, মোবাইলসহ নগদ অর্থ ছিনিয়ে নেয়। পরে, পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাসহ মালামাল উদ্ধার করে। এছাড়া, নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৫ ছিনতাইকারীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি