ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

চট্রগ্রামে সড়ক দূর্ঘটনা : নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ২০ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৫:১৩, ২১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। আজ শুক্রবার ভোর সোয়া তিনটার দিকে দুর্ঘটনা হতাহতের এ ঘটনা ঘটে

নিহত দু’জন বাসযাত্রী হলেন- শরীয়তপুরের জাজিরার কামরুজ্জামান মল্লিক (৩৭) ও মো. মাসুদ (৩৫)।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ গণমাধ্যমকে বলেন, সৌদিয়া পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাসটি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সামনে আসার পর সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। একই সময় বাসটিকে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়।

এ ঘটনায় আহত অবস্থায় আট যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এম

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি