ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

চলতি পথে সড়কে হঠাৎ গর্ত, নিয়ন্ত্রণ হারিয়ে ঘটছে দুর্ঘটনা (ভিডিও)

অখিল পোদ্দার, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ১০ মার্চ ২০২৩

চকচকে রাস্তায় কারণ ছাড়াই অসংখ্যা গর্ত। কোনো কোনোটি আবার অনেক গভীর। নেই কোনো বিপদজনক নিশানাও। এসব খানায় পড়ে নিয়ন্ত্রণ হারাচ্ছে অসংখ্যা যান। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। 

ধানমন্ডি ২৭ নম্বর থেকে রাসেল স্কোয়ার হয়ে পান্থপথের মোড় পর্যন্ত ছোট-বড় গর্ত আছে ২৮ টি। চলতে ফিরতে বাস কিংবা ট্রাক এসব গর্ত উতরাতে সক্ষম হলেও নিয়ন্ত্রণ হারায় বাইসাইকেল কিংবা মোটরবাইক। মাঝেমধ্যে দুর্ঘটনায় পড়ছে প্রাইভেট কার, সিএনজিসহ ছোট চাকার যান।  কেনো এবং কী কারণে রাজপথজুড়ে অনাকাংক্ষিত এসব গর্ত তা কেউ জানে না।

"প্রায়ই ওই গর্তে দুর্ঘটনা হয়" বলছেন এক পথচারী। 

আরেক পথচারী বলেন, "প্রতিটা রাস্তাতেই এমন সমস্যা, আর যারা বাইক ও সাইকেল চালায় তারাই এই গর্তের কারণে বেশি দুর্ঘটনায় পড়েন।" 

মসৃন রাস্তায় সহসা চোখে পড়েনা এসব গর্ত। খুব কাছে গিয়ে নজরে পড়লে কিছুই করার থাকে না চালকদের। বরং গর্তে পড়ার ঝুঁকি এড়াতে হঠাৎ সিদ্ধান্তে দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন চালকেরা। 

"একজন চালক বলেন, দূর থেকে গর্ত দেখা যায়না। কাছে এসে হঠাৎ গর্ত দেখলে তখন আর নিয়ন্ত্রণ করা যায়না।" বলেন একজন সিএনজি চালক। 

মাঝেমধ্যে পথচলতি মানুষও পড়ছেন হঠাৎ গর্তে। মচকাচ্ছে পা, কেউ আবার ছিটকে পড়ছেন গাড়ির সামনে। 

স্কুল কলেজের ছাত্র যারা সাইকেল চালান তাদের  অনেকেই বলছেন কমবেশি অনেকেই তরা এই গর্তের কারণে দুর্ঘটনা পড়েছেন।

সড়কে থাকা পুলিশ সদস্যরা জানান, সড়কে থাকা গর্ত চিহ্নিত করে রাজউক ও সিটি করপোরেশনে তারা জানান, এরপর তাদের পক্ষ থেকেই এগুলো মেরামত করার কথা। 

রাজধানীজুড়ে এসব বিপজ্জনক গর্তের ভোগান্তি থেকে নিস্কৃতি চান পথচলতি মানুষ। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি