ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

চলতি মাসেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২২, ৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

অস্বস্তিকর গরমের পর চলতি অক্টোবরেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়।  আবহাওয়া অধিদফতর এমনটাই আভাস দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, পুরো অক্টোবর জুড়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে দুই একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এ মাসের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহ বিদায় নেবে। পুরো মাসজুড়ে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এর ফলে দুয়েকটি নদীর পানি সামান্য বাড়লেও তা বিপদসীমা অতিক্রম করবে না বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবারের পূর্বাভাসে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদফতর।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি