ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

চলে গেলেন সহকারী অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ১৮ জুন ২০২০

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. রেজাউল করিম হেলাল (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বুধবার দিনগত রাত ১টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেছেন। এ খবর জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

তিনি জানান, রেজাউল করিম দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, রেজাউল করিম ২০১৯ সালের ৭ জুলাই সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এ আইনজীবী ১৯৯৫ সনের ১২ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার সনদপ্রাপ্ত হন। পরে ১৯৯৭ সালের ৩ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি