চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা থেকে আটক ১, অভিযান চলছে
প্রকাশিত : ১৩:০০, ২৪ মে ২০১৭

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার জঙ্গি আস্তানা থেকে ১ জনকে আটক করেছে র্যাব। অভিযান চলছে গোমস্তাপুর উপজেলার দুটি বাড়িতেও।
ভোর চারটার দিক থেকে নাচোল ও গোমস্তাপুরের তিনটি বাড়ি ঘিরে রাখে র্যাব। পরে সকাল ৮ টার দিকে নাচোলের ফতেহপুর ইউনিয়নের চানপাড়া গ্রামের জঙ্গি আস্তানা থেকে ১ জনকে বের করে আনা হয়। এই বাড়িটিতে তল্লাশী শেষে এখানকার অভিযান সমাপ্ত ঘোষণা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে কোন বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানান তারা। তবে গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম ও শিমুলতলা এলাকায় এখনো অভিযান চলছে।
আরও পড়ুন