ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

চাঞ্চল্যকর তথ্য দিলেন কোটি টাকাসহ আটক সেই সার্ভেয়ার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৬, ২০ ফেব্রুয়ারি ২০২০

র‍্যাবকে চাঞ্চল্যকর তথ্য দিলেন কোটি টাকাসহ আটক সেই সার্ভেয়ার

র‍্যাবকে চাঞ্চল্যকর তথ্য দিলেন কোটি টাকাসহ আটক সেই সার্ভেয়ার

কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় ঘুষ লেনদেনের জন্য একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের সন্ধান পেয়েছে র‌্যাব। আজ (২০ ফেব্রুয়ারি) জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন গত ১৯ ফেব্রুয়ারি ঘুষের ৯৩ লাখ টাকাসহ আটক সার্ভেয়ার ওয়াসিম খান।

এদিন দুপুরে কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন র‌্যাব ১৫-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।

তিনি জানান, এ ঘটনায় পলাতক সার্ভেয়ার ফরিদ ও ফেরদৌসের পাশাপাশি সিন্ডিকেট সদস্যদের আটকের চেষ্টা চলছে।

এর আগে গত বুধবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কক্সবাজার শহরের বাহারছড়া ও তারাবনিয়ারছড়া এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ারের কাছ থেকে ৯৩ লাখের বেশী টাকাসহ বিভিন্ন ব্যাংকের চেক ও নথিপত্র উদ্ধার করেছে র‌্যাব। এসময় একজনকে আটক করা সম্ভব হলেও অপর দুই সার্ভেয়ার পালিয়ে গেছে বলেই জানায় র‍্যাব।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি