ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

চামড়ার দরপতনের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ১৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

চামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন আইনজীবী মহিউদ্দিন হানিফ।

চলতি বছরের ঈদুল আযহায় কোরবানির পশুর চামড়ার মূল্যের অস্বাভাবিক দরপতনের হয়।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে। আবেদনে চামড়ার দরপতনের ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করার নির্দেশনাও চাওয়া হয়েছে। এতে কোরবানির পশুর চামড়ার মূল্যের অস্বাভাবিক দরপতন কেন অবৈধ হবে না এ মর্মে রুল জারির প্রার্থনাও করা হয়েছে।

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি