ঢাকা, শনিবার   ০৮ নভেম্বর ২০২৫

চার ইউপিতে ভোট পিছিয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ১০ জুন ২০২১

Ekushey Television Ltd.

দেশের চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পিছিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ইউপিতে ১৪ জুলাই ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ কারনে আগামী ২১ জুন ৩৬৭টি ইউপিতে ভোট হবে।

যে চার ইউপি’র নির্বাচন পেছানো হয়েছে সেগুলো হলো- খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালি, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া, কচুয়া উপজেলার কচুয়া ও সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন পিছিয়ে দেয়া হয়েছে। এক্ষেত্রে চেয়ারম্যান পদে সকল কার্যক্রম আবার নতুন করে শুরু হবে। তবে সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের যেসব প্রার্থী বৈধ হয়েছিলেন তারাই থাকবেন।

সূত্র : বাসস

এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি