ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

চার বছরে ভয়াবহভাবে বেড়েছে কার্বন নিঃসরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ২৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

গেল চার বছরে ভয়াবহভাবে বেড়েছে কার্বন নিঃসরণ। বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি চাঙা করতে উন্নত দেশগুলোর প্রচেষ্টাই এর প্রধান কারণ। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। জলবায়ু বিষয়ক পদক্ষেপে অর্থ বরাদ্দের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো সম্ভব বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে দেশে দেশে যে চেষ্টা চলছে, তাতে কার্বন নিঃসরণরোধ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। ফলে বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ুর বিরূপ পরিবর্তনে ক্ষতির শিকার হচ্ছে বিভিন্ন দেশ।

ডিসেম্বরের মাঝামাঝি পোল্যান্ডে শুরু হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলনের আগে এই প্রতিবেদন প্রকাশ করলো জাতিসংঘ। এতে, মূলত সহনীয় গ্রিন হাউস গ্যাসের পরিমাণের সঙ্গে বিভিন্ন দেশের প্রতিশ্রুত ও গৃহীত পদক্ষেপের পার্থক্য তুলে ধরা হয়েছে।

২০১৭ সালে জিডিপি বাড়ার সঙ্গে সঙ্গে কার্বন নিঃসরণও বেড়েছে ১.২ শতাংশ। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ২০১৭ সালেই এই ব্যবধান সবচেয়ে বেশি বলে প্রতিবেদনে উঠে এসেছে।

২০১৭ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ কার্বন নিঃসরণে নিজেদের প্রতিশ্রতি রক্ষা করতে পারেনি। তবে, ব্রাজিল, চীন ও জাপান রয়েছে সঠিক অবস্থানে

প্রতিবেদনে, ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৫৫ শতাংশ কমিয়ে নবায়নযোগ্য শক্তির দিকে মনোযোগ বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে। 

 

 টিআর/

 

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি