ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

চার শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে কোয়ান্টামের সম্মাননা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ২৫ অক্টোবর ২০২২ | আপডেট: ২৩:২২, ২৫ অক্টোবর ২০২২

চার শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানাল স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে কমপক্ষে ৩ বার, ১০ বার এবং ২৫ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন- এমন ৪০৩ জন স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানায় কোয়ান্টাম। 

এ সময় রক্তদাতাদের সনদপত্র, আইডি কার্ড ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ২৫ বারের দাতা গোল্ডেন ক্লাবের ২৪ জন, ১০ বারের দাতা সিলভার সদস্য ১৮০ জন এবং কমপক্ষে তিনবার দিয়েছেন এমন আজীবন সদস্য ১৯৯ জনকে সম্মাননা জানানো হয়।  

প্রখ্যাত মানসিক ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. জহিরউদ্দিন আহমাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব এসএম এনামুল কবীর। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক মোটিভেশন জনাব এম রেজাউল হাসান। নিয়মিত রক্তদাতাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে দেশের রক্তের চাহিদার ঘাটতি মেটানোর আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। স্বেচ্ছা রক্তদাতাদের পক্ষে অনুভূতি বর্ণনা করেন ফারজানা আহমেদ এবং নিয়মিত রক্তগ্রহীতাদের মধ্য থেকে অনুভূতির কথা জানান থ্যালাসেমিয়া রোগী আয়েশা সিদ্দিক মিরা।

প্রসঙ্গত, আমাদের দেশে প্রতিবছর প্রায় ৮-১০ লক্ষ ব্যাগ নিরাপদ ও সুস্থ রক্তের চাহিদা রয়েছে। রক্ত ঘাটতির বিপুল এ চাহিদা পূরণের লক্ষ্যেই ১৯৯৬ সাল থেকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও স্বেচ্ছা রক্তদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে কোয়ান্টাম। গত দুই দশকের প্রচেষ্টায় ১৩ লক্ষাধিক মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখতে সক্ষম হয়েছে মানবিক এ সংগঠন।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি