ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

চার শান্তিরক্ষীর মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের গভীর শোক প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ১ মার্চ ২০১৮ | আপডেট: ১৭:৩০, ১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

পশ্চিম আফ্রিকার দেশ মালির মোপতি অঞ্চলে এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার বেলা আড়াইটার দিকে বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এই ঘটনায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর সাত সদস্যের এ হতাহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও বাংলাদেশ সরকার ও হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন তিনি।   

নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার আবুল কালাম (পিরোজপুর), ল্যান্স কর্পোরাল আকতার (ময়মনসিংহ), সৈনিক রায়হান (পাবনা) ও সৈনিক জামাল (চাঁপাইনবাবগঞ্জ)। আহতরা হলেন কর্পোরাল রাসেল (নওগাঁ), সৈনিক আকরাম (রাজবাড়ী), সৈনিক নিউটন (যশোর) ও সৈনিক রাশেদ (কুড়িগ্রাম)।

গুতেরাস বলেন, জাতিসংঘ শান্তি মিশনের কর্মীদের লক্ষ্য করে যারা এসব হামলা চালাচ্ছে আন্তর্জাতিক আইনে তারা যুদ্ধাপরাধী হিসেবে বিবেচিত হবে। এজন্য তাদেরকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে।

জাতিসংঘ মহাসচিব এই হামলাকে কাপুরুষোচিত হামলা বলে উল্লেখ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি