ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

চালক ও হেলপারদের তথ্য ডাটাবেজ তৈরি হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ১৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৬:৫৬, ১৯ অক্টোবর ২০১৮

গণপরিবহনের চালক ও হেলপারদের তথ্য সংরক্ষণে আলাদা একটি তথ্য ডাটাবেজ তৈরি হচ্ছে। এরই মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে পুলিশ। পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষগুলোও পরিবহন শ্রমিকদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণের কাজ করছে।

সূত্র জানায়, গণপরিবহনের চালক, কন্ট্রাকটর, সুপারভাইজার ও হেলপারদের তথ্য সংরক্ষণে পরিবহন মালিক সমিতি, বিআরটিএ ও পুলিশ কাজ শুরু করেছে। তবে এটা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিশেষ করে ভাসমান অপরাধী জঙ্গিগোষ্ঠির কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীগুলো বাড়ির মালিক, ভাড়াটিয়া, গাড়ির চালক এবং পরিবারের কাজের লোকসহ সকলের ছবিসহ নাম-ঠিকানা নিয়ে পুলিশ সিআইএমএস-এর তথ্য সংরক্ষণের ব্যবস্থা নিয়েছে।

জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধ দমনে এর আগে পুলিশ ‘সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস)’ নামে একটি ডিজিটাল ডাটাবেজ তৈরি করে। যেখানে দেশের সব নাগরিকের তথ্যই থাকবে। সেই ডাটাবেজের আওতায় গণপরিবহনের চালক ও হেলপারদের আলাদা ফরমেটে তথ্য সংরক্ষণ করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি