ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

চালু হলো ‘বিমান হজ ফ্লাইট’ অ্যাপস

প্রকাশিত : ২০:০৪, ১০ জুলাই ২০১৯ | আপডেট: ২২:১৪, ১০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশীদের হজযাত্রা সহজ, গতিশীল ও সফল করার জন্য ‘বিমান হজ্জ ফ্লাইট’ নামে একটি অ্যাপস চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল অ্যাপস।

অ্যান্ড্রয়েড চালিত যে কোন স্মার্টফোনে অ্যাপসটি ডাউনলোড করলে দেশের যে কোন প্রান্ত হতে হজ ফ্লাইট সংক্রান্ত্র প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

বিমান বাংলাদেশ জানিয়েছে, অ্যাপসটির মাধ্যমে হজ-যাত্রীগণ ফ্লাইট সম্পর্কিত সকল তথ্য, ডিলে নোটিফিকেশন্স, হজ ফ্লাইট স্ট্যাটাস, হজ ফ্লাইট শিডিউল এবং হজ ইনস্ট্রাকশন সম্পর্কে জানতে পারবেন।

পবিত্র হজের গুরুত্ব ও ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবার হজ-যাত্রা নিশ্চিত করতে এই অ্যাপস চালু করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি