চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানে হামলাকারীদেও গ্রেফতারের দাবি
প্রকাশিত : ১৬:৫৫, ২৫ মে ২০১৭ | আপডেট: ১৯:০৬, ২৫ মে ২০১৭

চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানে হামলাকারীদেও গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে কক্সবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ভুল চিকিৎসার অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিএমএ ঘোষিত সারাদেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কক্সবাজার মেডিকেল কলেজ ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার আয়োজনে মানববন্ধনে চিকিৎসক ছাড়াও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। মানববন্ধনে বিএমএ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ডা. মাহাবুবুর রহমান, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল করিমসহ চিকিৎসকরা বক্তব্য রাখেন।
আরও পড়ুন