ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

চীন ‘অনঅ্যারাইভাল’ ভিসা দেবে বাংলাদেশিদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ২৬ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:১৬, ২৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

চীন ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য অন এ্যারাইভাল ভিসা চালু করবে দেশটি। ঢাকা সফররত চীনা জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক ঝাও কেঝি এই প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে ঝাও কেঝি’র সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সকাল ১০টায় দুই দেশের দুই মন্ত্রীর নেতৃত্বে দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো যাতে মিয়ানমার যথাযথ ভাবে পালন করে সে বিষয়েও কার্যকর উদ্যোগ নেবে বলে বৈঠকে জানিয়েছে চীন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা বলেছেন দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গারা বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত যাবে। এজন্য চীন উদ্যোগ নেবে।’
তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আয়োজিত বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তবে তারা বিশ্বাস করে রোহিঙ্গারা দ্রুত তাদের ভিটেমাটিতে ফিরে যাবে।’
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি