ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চীনে শ্রমিকদের মজুরির ক্রমাগত বৃদ্ধির কারণে উপকৃত হতে পারে বাংলাদেশের গার্মেন্টস খাত

প্রকাশিত : ১৯:২৭, ২ মে ২০১৬ | আপডেট: ১৯:২৭, ২ মে ২০১৬

Ekushey Television Ltd.

চীনে শ্রমিকদের মজুরির ক্রমাগত বৃদ্ধির কারণে দারুণ ভাবে উপকৃত হতে পারে বাংলাদেশের গার্মেন্টস খাত। সোমবার রাজধানিতে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন বাজারে চীনের পোষাকের দাম ১ শতাংশ বাড়লে বাংলাদেশী পোষাকের ১ দশমিক ৩৬ শতাংশ চাহিদা বাড়ে। তবে এজন্য নিম্ন মজুরির উপর নির্ভরতা কমিয়ে দক্ষতা বাড়ানোর উপর জোড় দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড মশিউর রহমান । তৈরি পোষাক খাতে কর্মসংস্থান সৃষ্টি, বানিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিশ্বব্যাংকের এই প্রতিবেদন। সংস্থাটির গবেষণা বলছে, দক্ষিন এশিয়ার দেশগুলোতে তৈরি পোষাকের উৎপাদন এক শতাংশ বাড়লে দশমিক ৩ থেকে ৪ শতাংশ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। বিশ্ববাজারে ৪০ শতাংশ তৈরি পোষাক সরবরাহকারী চীনে, শ্রমিকদের নুন্যতম মজুরি এরই মধ্যে ২১০ মার্কিন ডলার ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের মতো দেশগুলোর সামনে বড় সুযোগ। তবে এজন্য দক্ষতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং কমপ্লায়েন্স নিশ্চিত করার পরামর্শ তাদের। তবে অর্থনীতিবিদরা বলছেন এ ক্ষেত্রে নিম্ন উৎপাদনিশীলতার পাশাপাশি, বড় চ্যালেঞ্জ, উন্নত দেশগুলোতে শুল্ক মুক্ত বাজার সুবিধা নিশ্চিত করা। কারখানা সংস্কারে বাড়তি বিনিয়োগসহ বিভিন্ন কারণে উৎপাদন খরচ বৃদ্ধির চ্যালেঞ্জের কথা বলছেন, ব্যবসায়ী নেতারা। তবে অর্থ উপদেষ্টার মতে, স্বল্প মজুরির উপর ভিত্তি করে দেশে গার্মেন্টস শিল্প শুরু হলেও এর উপর নির্ভর করার দিন শেষ হয়ে এসেছে। দক্ষতা বাড়াতে সরকার ও ব্যাক্তি খাত এক সঙ্গে কাজ করতে হবে বলেই মত অর্থ উপদেষ্টার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি