চীনের তৈরি যুদ্ধবিমানের হাতে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত, ‘মাইলফলক’ বলছে যুক্তরাষ্ট্র
প্রকাশিত : ১৩:২৮, ৯ মে ২০২৫ | আপডেট: ১৩:২৯, ৯ মে ২০২৫

চীনা প্রযুক্তিতে নির্মিত পাকিস্তানি যুদ্ধবিমান জে-১০ দিয়ে ভারতীয় দুটি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান। এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে তারা জানান, এই ঘটনাটি চীনের যুদ্ধবিমান প্রযুক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক' হিসেবে বিবেচিত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, জে-১০ থেকে নিক্ষিপ্ত আকাশ-আকাশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ভারতীয় জঙ্গিবিমান দুটি ধ্বংস হয়েছে। এ ঘটনায় চীনা প্রযুক্তির কার্যকারিতা এবং পাকিস্তানের সামরিক সক্ষমতা উভয়েরই একটি শক্ত বার্তা গেছে বলে মন্তব্য করেন তিনি।
আরেক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেন, ভূপাতিত হওয়া বিমানগুলোর মধ্যে একটি ছিল ফরাসি প্রযুক্তিতে তৈরি রাফাল, যা ভারত সম্প্রতি তার বিমানবহরে যুক্ত করেছে। তিনি আরও বলেন, এই অভিযানে পাকিস্তান তাদের মার্কিন নির্মিত এফ-১৬ বিমান ব্যবহার করেনি।
যুক্তরাষ্ট্রের এই দুই কর্মকর্তা স্পষ্ট করে বলেন, পাকিস্তান এই অভিযানে মার্কিন প্রযুক্তিতে তৈরি এফ-১৬ ব্যবহার করেনি।
তবে ভারত এখনো তাদের কোনো বিমান ভূপাতিত হওয়ার বিষয়টি স্বীকার করেনি। বরং দিল্লি বলছে, তারা পাকিস্তানের ভেতরে ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ রয়টার্সকে জানান, জে-১০ ব্যবহার করে পাকিস্তান তিনটি ফরাসি রাফাল জঙ্গিবিমান ভূপাতিত করেছে। মোট পাঁচটি ভারতীয় বিমান গুলি করে নামানোর দাবি করেছে ইসলামাবাদ।
এই ঘটনার মধ্যেই যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনসহ বিশ্বশক্তিগুলো দক্ষিণ এশিয়ার এই পারমাণবিক উত্তেজনাপূর্ণ অঞ্চলে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে।
এমবি//
আরও পড়ুন