ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

চুঁচুড়ার রিম্পা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় তৃতীয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ২৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন কলকাতার চুঁচুড়ার রিম্পা ঘোষ। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেকেন্ড রানার আপ হল হুগলির রিম্পা ঘোষ।
এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট ১৬ হাজার ৯১১ জন প্রতিযোগী। ভারতের বিভিন্ন শহরে এর অডিশন হয়েছিল। গত ১৯ জুলাই দিল্লিতে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এখানে প্রধান বিচারক হিসাবে ছিলেন অভিনেতা আব্বাস খান। মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় প্রথম হয় ওড়িশার ঋতু সান্টুকা।
মোট ৫টি বিষয়ের উপর ৫ দিন ধরে চলেছে এই প্রতিযোগিতা। যেখানে তৃতীয় স্থানাধিকারী হয়েছেন চুঁচুড়ার রিম্পা ঘোষ। চুঁচুড়ার কেওটার ঘোষ পাড়ার বাসিন্দা রিম্পা। সে হাওড়ার নিতাই চরণ চক্রবর্তী মেডিক্যাল কলেজের হোমিওপ্যাথ নিয়ে ডাক্তারি পড়ছেন। নিজের স্বপ্ন সফল করতে প্রথমে কলকাতায় অডিশন দেন রিম্পা। ভবিষ্যতে   মডেলিং-ক্যারিয়ার হিসাবে নিতে চায় সে।
কেওটার একটি বাঙালি মধ্যবিত্ত পরিবার থেকে এই স্থানে উঠে আসায় খুশি রিম্পার বাবা-মা। তাদের বক্তব্য, তারা মেয়েকে সব ব্যাপারেই উৎসাহ দিয়েছেন।
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি