ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

চুরি ঠেকাতে রাত জেগে পেঁয়াজ ক্ষেত পাহারা (ভিডিও)

রাজিউর রহমান রুমী, পাবনা থেকে

প্রকাশিত : ১২:২৪, ১০ মার্চ ২০২৪ | আপডেট: ১২:২৬, ১০ মার্চ ২০২৪

বাজারে দাম বেড়ে যাওয়ায় পাবনার সাঁথিয়ায় বেড়েছে পেঁয়াজ চুরির ঘটনা। দুই সপ্তাহে অন্তত বিশজনের জমি থেকে পেঁয়াজ চুরি হয়েছে। এমন পরিস্থিতিতে রাত জেগে ক্ষেত পাহারা দিচ্ছেন কৃষকরা। 

তিন বিঘা জমিতে পেঁয়াজ লাগিয়েছিলেন পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের মোক্তার হোসেন। বাজারে ভালো দাম পাবার আশায় ছিলেন তিনি। গত সপ্তাহে রাতের আঁধারে জমি থেকেই সাতমণ পেঁয়াজ চুরি হয়ে যায়। বাধ্য হয়ে রাত জেগে ক্ষেত পাহারা দিচ্ছেন এই পেঁয়াজচাষি।

পেঁয়াজ চাষী মোক্তার হোসেন বলেন, “এক বিঘা জমিতে পেঁয়াজ চাষে ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়। সেই পেঁয়াজ যদি চুরি করে নিয়ে যায় তাহলে আমরা খরচ পোষাবো কিভাবে। আমরা তো ঋণ নিয়ে এগুলো আবাদ করি।”

সোনাতলা, হাড়িয়াসহ বিভিন্ন গ্রামের আরও ২০ জনের জমি থেকে পেঁয়াজ চুরি হয়েছে। কারো জমি থেকে দুই মণ, কারো পাঁচ থেকে দশ মণ; চুরিতে দিশেহারা চাষিরা। 

আরেক চাষী জানান, কিছু কিছু লোকের পেঁয়াজ চুরি হয়েছে। পেঁয়াজের বাজারমূল্য বেশি, ৩৮শ’ থেকে ৪ হাজার টাকা মণ। সেজন্য পেঁয়াজের ক্ষেত পাহারা দিচ্ছি আমরা।

চুরি রোধে ক্ষেত পাহারা দিচ্ছেন চাষীরা। চুরির ভয়ে আগেভাগেই পেঁয়াজ তুলে বিক্রি করছেন অনেকেই। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় একটি চক্র জমি থেকে পেঁয়াজ চুরি করছে। 

চুরি ঠেকাতে কৃষকদের পাশাপাশি স্থানীয় বিট পুলিশিংয়ের টহল জোরদারের আশ্বাস পুলিশের। 

পাবনা অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “তারা যেমন সজাগ থাকবে এবং এই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে সব রকম সহযোগিতা দেওয়া হবে।”

পাবনা জেলায় পেঁয়াজ আবাদ হয়েছে ৫৩ হাজার ৬০০ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৭ লাখ ৬০ হাজার মেট্রিকটন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি