ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

চুরির অপবাদে ১২ বছরের শিশুকে হাত-পা ও চোখ বেঁধে নির্মম নির্যাতন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ৪ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:৩৪, ৪ জুলাই ২০১৭

ঝালকাঠির রাজাপুরে চুরির অপবাদে ১২ বছরের শিশুকে হাত-পা ও চোখ বেঁধে নির্মম নির্যাতন চালানো হয়েছে। গত পহেলা জুলাই উপজেলার আরুয়া সোনারগাঁও গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। এদিকে জড়িতদের বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ। তবে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আ

টাকা চুরির অভিযোগে নির্মম নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বিছানায় ছটফট করছে ১২ বছরের শিশু রাজু।

শরীরের তীব্র ব্যাথা তাকে বার বার মনে করিয়ে দিচ্ছে সেই নির্যাতনের কথা।

শিশুটির মা ও স্বজনরা জানান, টাকা চুরির অভিযোগ এনে রাজুকে ধরে নিয়ে যায় সজীব, সাইদুল ও লিটন। গ্রামের একটি নির্জন বাড়িতে নিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে তাকে লাঠি দিয়ে পেটায় তারা। এমনকি দিয়াশলাই জ্বালিয়ে রাজুকে হাতে পায়ে ছ্যাকা দেয়া হয়।

পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি