ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ’র কার্যক্রম শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:১২, ২৭ জুলাই ২০২১

চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জনের প্রচেষ্টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকসহ ৪৪ জনবল নিয়ে ৬ শয্যার আইসিইউ’র কার্যক্রম শুরু হয়েছে। 

সোমবার (২৬ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সাজিদা ফাউন্ডেশনের প্রতিনিধিদের কাছ থেকে চিকিৎসা সামগ্রীসহ বুঝে নেন সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ এস এম ফাতেহ্ আকরাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক রিফাত রহমান এবং সাজিদা ফাউন্ডেশনের কোভিড ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ইউসা ইবনে নাকিব ও আবাসিক মেডিকেল অফিসার ডা. নাফিজ উল্লাহ সানি।

সিভিল সার্জন ডা. মারুফ হাসান বলেন, আইসিইউ সংক্রান্ত সাজিদা ফাউন্ডেশনের সঙ্গে স্বাস্থ্য বিভাগের দুই মাসের চুক্তি হয়েছে। প্রয়োজনে এর মেয়াদ আরও বাড়তে পারে। আইসিইউ’র জন্য ১০ জন চিকিৎসক, ১৪ জন নার্স, ৭ জন সহকারি, ৬ জন পরিচ্ছন্নতাকর্মী, ৩ জন নিরাপত্তা প্রহরী, ৩ জন গ্রাহক সেবী ও একজন হিসাব রক্ষক থাকবে। 

এছাড়া প্রতিষ্ঠানটি আইসিইউ সংক্রান্ত প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীও দিয়েছে। আইসিইউ পরিচালনার ক্ষেত্রে সকল আর্থিক সহায়তাও এ প্রতিষ্ঠানটি বহন করবে। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি