ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গার বেলগাছি এখন পাখির অভয়ারণ্য (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ১১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার বেলগাছি গ্রাম এখন পাখির অভয়ারণ্য। কয়েকজন স্বপ্নবান যুবক গ্রামটিকে পাখিদের বাসযোগ্য করে গড়ে তুলেছেন। গাছে গাছে গড়ে তুলেছেন পখির কৃত্রিম আবাসস্থল। তাই দেখা মিলছে অনেক বিরল প্রজাতির পাখির। বেলগাছি এখন ‘পাখির গ্রাম’ নামেই পরিচিত।

খাঁচায় বন্দী করে নয়। গাছের ডালে মাটির কলস আর বাড়ির কার্ণিসে ঝুড়ি বসিয়ে পাখিদের জন্য গড়ে তোলা হয়েছে আবাসস্থল। নির্ভয়ে বাস করছে দেশী প্রজাতির নানা পাখি।

বেলগাছি গ্রামের শিক্ষক বখতিয়ার হামিদ বিপুল ও বখতিয়ার হোসেন দুই বন্ধু মিলে শুরু করেন পাখি রক্ষার কাজ। পরে তাদের সাথে যোগ দেয় গ্রামের ৩৫ জন যুবক। সবাই মিলেই গড়ে তোলেন ‘বেলগাছি যুব সমাজ’। এরইমধ্যে পাখি শিকার নিষিদ্ধ করেছে সংগঠনটি। গ্রামজুড়ে তাই পাখির কলরব। 

নিরাপদ আশ্রয় থাকায় বাড়ছে পাখির সংখ্য্।া

বেলগাছির যুবকদের এ উদ্যোগ দেশের যুব সমাজকে অনুপ্রাণিত করবে আশা গ্রামবাসীর।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি