ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪১, ২ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:০১, ৪ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জয়নাল আবেদিন (৪০) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ শনিবার জেলার আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন হাপানিয়া গ্রামের হাসান মিয়া (৩২), মিলন আলী (২২), মহিবুল ইসলাম (৩৮), সেলিম রেজা (৩২), আজিজুল হক (৫০), জয়নাল আবেদিন (৪০), মতিয়ার রহমান (৫০), আব্দুল গফুর (৩০), উসমান গণি (৪৫), আব্দুল কুদ্দুস (৪৫), মকলেছ মিয়া (২২), ঠান্ডু মিয়া (৩৮) ও মো. বুকল (৩৬)।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার নিজাম উদ্দীন গণমাধ্যমকে জানান, ঈদগাহে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নামাজ শুরু না হওয়ায় গ্রামের একটি অংশ প্রতবাদ করে। এ নিয়ে গ্রামের মুসল্লিরা দুভাগে বিভক্ত হয়ে এক পক্ষ নামাজ না পড়ে মাঠ ত্যাগ করেন। পরে নামাজ শেষে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১৩ জন আহত হন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি