ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গায় কাশ্মীরি কুলের আবাদ (ভিডিও)

প্রকাশিত : ১০:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১০:৩২, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

চুয়াডাঙ্গায় আবাদ হচ্ছে নতুন জাতের কাশ্মীরি কুল। পরীক্ষামূলকভাবে এই মৌসুমে তিন হেক্টর জমিতে চাষ হয় এই কুলের। ফলন হয়েছে ভালো। এতে উৎসাহিত হয়ে উঠছেন বাগান মালিকরা।

কাশ্মীরী কুলের আবাদ চুয়াডাঙ্গায় একেবারেই নতুন। গত মৌসুমেই এর আবাদ শুরু হয়। এবার আগ্রহী হয়ে উঠেছে অনেকে।

দামুড়হুদার লোকনাথপুরে ফরহাদ হোসেন সোহাগ ৭ বিঘা জমিতে কাশ্মীরী কুলের বাগান করেছেন। এরিমধ্যেই বাগান ভরে গেছে ফলে-ফলে। তিনি বললেন, ভারত থেকে ৭শ চারা সংগ্রহ করেছেন।

কাশ্মিরি কুল খেতে সুস্বাদু। তাই বাজার দরও ভালো। ৯ থেকে ১০ লাখ টাকা লাভ হতে পাওে আশা তার। কুলের এই বাগান দেখতে আসছে অনেকে।

স্থানীয় কৃষি বিভাগ বলছে, অনেকেই কাশ্মীরী কুল আবাদে অগ্রহী হয়ে উঠছে।

বাগান মালিকরা জানিয়েছেন, এই কুল আবাদে খরচ কম। এক গাছ থেকে ফল পাওয়া যায় চার মৌসুম পর্যন্ত।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি