ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গায় রাইস মিলে বস্তা চাপা পড়ে শ্রমিক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪২, ২৩ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৮:৪৩, ২৩ জানুয়ারি ২০২০

চুয়াডাঙ্গার জীবননগরে অটো রাইস মিলে কাজ করার সময় ধানের বস্তার নিচে চাপা পড়ে নিজাম উদ্দীন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও এক শ্রমিক। তাকে আশঙ্কাজনক অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার ভোরে জেলার জীবননগর উপজেলা শহরের পিয়ারতলা মোড় এলাকার সততা অটো রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দীন একই এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। 

অটো রাইস মিলে কর্মরত শ্রমিক জাফর আলী জানান, প্রতিদিনের মতো তারা ১০ থেকে ১৫ জন সততা রাইস মিলে রাতের শিফটে কাজ করছিলেন। এসময় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হঠাৎ করে মিলের ভেতরে সাজিয়ে রাখা ধানের বস্তা ধসে পড়ে। এতে বস্তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় নিজাম উদ্দীন ও নাসির উদ্দীন নামে দুই শ্রমিক।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দীনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত নাসির উদ্দীনকে চিকিৎসাধীন রাখা হয়েছে।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি