ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গায় ১৩ স্বর্ণের বারসহ আটক ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ৩০ জুন ২০১৮ | আপডেট: ০৮:৫৭, ৩০ জুন ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ১৩ টি স্বর্ণের বারসহ দেলোয়ার হোসেন (৫০) নামে ভারতগামী এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ। জব্দকৃত ১ কেজি ৪শ’ গ্রাম ওজন সোনার মূল্য আনুমানিক প্রায় ৭২ লাখ টাকা।

শুক্রবার বিকালে উপজেলার দর্শনা চেকপোস্টে তাকে আটক করা হয়। বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা ছবি রাণী দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃত দেলোয়ার হোসেন ফরিদপুর জেলার বোয়ালমারি গ্রামের চরবিন্নি গ্রামের মৃত ওমেত শেখের ছেলে বলে জানা গেছে।

ছবি রাণী দত্ত জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম দর্শনা চেকপোস্টে অবস্থান নিয়েছিলেন। পরে ভারতগামী যাত্রী দেলোয়ার হোসেনের সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান মামলা দায়ের এবং দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান রাজস্ব কর্মকর্তা। 

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি