ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ময়মনসিংহে চোর সন্দেহে সাগর আহম্মেদ (১৬) নামের এক কিশোরকে খুঁটিতে বেধে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত কিশোর গৌরীপুর উপজেলার নাটকঘর এলাকার মোহাম্মদ শিপন মিয়ার ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহমেদ গণমাধ্যমকে বলেন, সোমবার সকালে চরশিরামপুর গ্রামের গাউছিয়া নামের একটি মাছের হ্যাচারির মালিক আক্কাস আলী ও তার ছেলে কাইয়ুমসহ চার-পাঁচজন চোর সন্দেহে সাগরকে আটক করেন। পরে তাকে হ্যাচারির খুঁটিতে বেঁধে মারধর করেন। অজ্ঞান হয়ে পড়লে তাকে তারা অটোরিকশায় করে নিয়ে যান।

ওসি জানান, পরে এদিন সকাল সাড়ে ১১টার দিকে হ্যাচারির পাশের একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে অপরাধীরা সবাই পলাতক। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ডৌহাখলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল হক সরকার জানান, অনেকের মোবাইল ফোনে খুঁটিতে বাধা রক্তাক্ত অবস্থায় কিশোরের ছবি আমি দেখেছি। নৃশংস এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

নিহত সাগরের বাবা শিপন মিয়া বলেন, সাগর ভাঙ্গারি কুড়িয়ে বেচতেন। সোমবার ভাঙ্গারি কুড়াতে গিয়ে আর ফিরে আসেনি। সকালে জঙ্গল থেকে তার লাশ উদ্ধারের খবর পাই।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি