চোরকে চিনে ফেলায় বগুড়ায় মা-মেয়েকে হত্যা
প্রকাশিত : ০৯:৪০, ৫ সেপ্টেম্বর ২০১৭

বগুড়ায় চোরকে চিনে ফেলায় মা-মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনার মামলার প্রধান আসামি রেজাউল করিম (৪০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার বিকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় প্রধান আসামি রেজাউল।
মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আসলাম আলী গণমাধ্যমকে বলেন, গত ২৮ আগস্ট রাতে শহরতলির নামুজা ভান্ডারিপাড়ায় গৃহবধূ কাপিয়া আকতার ও তার শিশুকন্যা আয়েশা খাতুন খুন হন। পরদিন রাতে ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার পর পুলিশের তদন্তে নামুজা ভান্ডারিপাড়ার মাদকসেবী রিকশাচালক রেজাউল করিমের নাম আসে।
৩ সেপ্টেম্বর রোববার গোপনে খবর পেয়ে কাহালু উপজেলার বনবোনাই গ্রামে শ্বশুরবাড়ি থেকে রেজাউলকে গ্রেফতার করা হয় তাকে। তবে তদন্তের স্বার্থে পুলিশ অন্য ঘাতকদের নাম, পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি।
//আর//এআর
আরও পড়ুন