ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

ছত্রিশ বছর ধরে বিনাপয়সায় সেবা দিচ্ছে বেকারের হাসপাতাল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৩, ২৩ অক্টোবর ২০২১ | আপডেট: ১০:৫৬, ২৩ অক্টোবর ২০২১

ডাক্তার এড্রিক বেকারের হাসপাতালের চিকিৎসা সেবা চলছে অনেকটা আগের মতোই। ছত্রিশ বছর ধরে বিনা পয়সায় সুবিধাবঞ্চিত মানুষদের সেবা দিয়ে যাচ্ছে হাসপাতালটি। বেকারের মৃত্যুর পর হাসপাতালটির হাল ধরেন যুক্তরাষ্ট্রের চিকিৎসক দম্পতি। কাজ করছেন দেশের তরুণ চিকিৎসকরাও। 

ডাক্তার এড্রিক সার্জিসন বেকার। ‘গরীবের ডাক্তার ভাই’ নামেই যাকে চিনতেন সবাই। নিউজিল্যান্ডের আরাম-আয়েশ আর বিত্ত-ভৈববের বিলাসী জীবন ছেড়ে ১৯৭৯ সালে বাংলাদেশে চলে আসেন তিনি। টাঙ্গাইলের মধুপুরের প্রত্যন্ত পাহাড়ী এলাকায় গড়ে তোলেন ‘কাইলাকুড়ী স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র’। যা আজও সেবা দিয়ে যাচ্ছে অসহায় গরীব মানুষদের। 

২০১৫ সালের ১ সেপ্টেম্বর ডাক্তার ভাইয়ের মৃত্যুর পর, তার গড়ে তোলা হাসপাতালের হাল ধরেন যুক্তরাষ্ট্রের চিকিৎসক দম্পতি জেসন ও মারিন্ডি। গত বছর যুক্তরাষ্ট্রে গিয়ে করোনার কারণে আটকা পড়েন তারা। কিন্তু থেমে নেই চিকিৎসা সেবা।

রোগীরা জানান, এই হাসপাতালে ১৩-১৪ দিন ধরে এখানে ভর্তি আছি। খুব সুন্দর চিকিৎসা ব্যবস্থা, খাওয়া-দাওয়াও খুবই ভালো। বিনা খরচে চিকিৎসা পেয়ে আমরা খুশি।

চার একর জায়গায় প্রতিষ্ঠিত হাসপাতালে ২৩টি মাটির ঘর। এসব ঘরেই ডায়াবেটিস, যক্ষ্মা, মা ও শিশু, ডায়রিয়াসহ ৭টি বিভাগ গড়ে উঠেছে।  

ডাক্তার বেকারের স্বপ্ন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ-বিদেশের বিত্তবান মানুষ ও প্রতিষ্ঠানের অনুদানে চলছে হাসপাতালটি।

ডাক্তার বেকার অর্গানাইজেশন ফর ওয়েল বিং-এর নির্বাহী পরিচালক পিজন নংমিন বলেন, এই প্রতিষ্ঠান অলাভজনক বিধায় টাকা-পয়সা নিয়ে আমাদেরকে দুশ্চিন্তায় থাকতে হয়।

স্বেচ্ছাশ্রম দেয়া চিকিৎসকরা বলছেন, ডাক্তার বেকারের মানবসেবার বিরল দৃষ্টান্ত নজরে আসুক সবার। অর্থবিত্তের মোহ-মায়ার বাধা পেরিয়ে প্রসারিত হোক সকলের সহযোগিতার হাত।

ডাক্তার বেকার অর্গানাইজেশন ফর ওয়েল বিং-এর আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম বলেন, সাধারণ রোগী, ডায়াবেটিস ও টিভি রোগীসহ ১শ’ জনের উপরে আউটডোরে আমরা স্বাস্থ্যসেবা দিয়ে থাকি।

চিকিৎসক প্রিয়াংকা ফারজানা বলেন, দিন এনে দিন খেতে পারে না তাদেরকে ওষুধ দিয়ে ও ভর্তি রেখে সেবা দিচ্ছি। এমনও রোগী আছেন এখানে ১ থেকে ২ মাসও ভর্তি থাকে।

মৃত্যুর আগের বছর ২০১৪ সালে এড্রিক সার্জিসন বেকারকে নাগরিকত্ব দেয় বাংলাদেশ। কাইলাকুড়ী স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের মাটিতেই চিরঘুমে শায়িত আছেন অসহায়ের বন্ধু, গরীবের ডাক্তার ভাই।

 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি